শপথের পর প্রথম কোন দেশ সফরে যাবেন ট্রাম্প?


, আপডেট করা হয়েছে : 20-01-2025

শপথের পর প্রথম কোন দেশ সফরে যাবেন ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণের পর প্রথম চীন সফর করতে চান ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে খোলামেলা সংলাপ শুরুর পাশাপাশি দেশটির প্রতি কঠোর অবস্থানও গ্রহণ করতে চান তিনি। উপদেষ্টাদের কাছে ব্যক্তিগতভাবে চীন নিয়ে এমনটাই অভিপ্রায় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। 


বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।


দুটি সূত্র জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর কয়েকটি দেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার মধ্যে অন্যতম ভারত। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য যাবেন।  


এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প উপদেষ্টাদের বলেছেন, তিনি চীন ভ্রমণ করতে চান।


নির্বাচনি প্রচারণার সময় থেকে শুল্ক এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে চীনকে বারবার আক্রমণ করে আসছেন ট্রাম্প।  তিনি গত শুক্রবার (১৮ জানুয়ারি) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। 


ফোনালাপের বিষয়ে ট্রাম্প জানান, তারা দুজনেই বাণিজ্য, ফেন্টানাইল এবং টিকটকসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। 


ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) তার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শিকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে এতে শি উপস্থিত থাকবেন না। তিনি তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে পাঠাচ্ছেন।


ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে, মার্কিন প্রেসিডেন্টের অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সরাসরি কথা বলা উচিত। এছাড়া তিনি প্রায়শই গর্ব করে বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো নেতাদের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার