রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার একরকম শেষই হয়ে গেছে। প্রথমে হত্যা মামলার আসামি হওয়া সাকিবের ওপর সবশেষ চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যা নিয়ে রোববার মিরপুরে খেলা দেখতে গিয়ে কথা বলতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও।
সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। এরপর খেলতে পারেননি বিপিএলেও। সুযোগ ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। তবে তার আগে বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার। ফলে চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা হয়নি তার। সব মিলিয়ে রাজনীতিতে জড়ানো সাকিবের ক্রিকেট অধ্যায় এখন শেষ বললেও ভুল বলা হবে না।
এই অবস্থায় মির্জা ফখরুল জানিয়েছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না।
রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত হন বিএনপির মহাসচিব। যেখানে দুই মাসব্যাপী হওয়া এই আসরের ফাইনালে মাঠে নামে রংপুর ও সিলেট। সেই ম্যাচের পরপরই সাকিব ইস্যুতে কথা বলেছেন তিনি।
সাকিবের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে ঠিক মন্তব্য করতে চাই না, এটা আমার সাবজেক্ট নয়।’
কোনো খেলোয়াড়ের অবসর না নেওয়া পর্যন্ত রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত না বলেও মন্তব্য করেন ফখরুল। এতে খেলা এবং রাজনীতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে ক্যারিয়ার শেষে যেকেউ চাইলে রাজনীতি করতে পারে বলে মনে করেন ফখরুল।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকা উচিত না। এবং যেটা চলমান অবস্থাতেও না। ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি করতে পারেন, এটা তাদের অধিকার। তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি। এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত।’