বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে ইশরাক হোসেনের নাম আবেদন করেছে ব্রাদার্স ইউনিয়ন। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির বর্তমান আহ্বায়ক তিনি। গত ১৩ জানুয়ারি ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর চিঠি পাঠান।
ক্রিকেট বোর্ডে বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। গত ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন। এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলরদের মেয়াদ চার বছর। বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না। তবে কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব/সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে। বোর্ড সভায় অনুমোদন হলে প্রস্তাবিত কাউন্সিলর পরিবর্তিত কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
বাংলাদেশ জাতীয়বাদী দলের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক। তার বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করতেই ইশরাক ব্রাদার্সের হাল ধরেছেন। তার বাবা ফুটবল সংগঠক হলেও তিনি ক্রিকেটে যেতে চান। আসন্ন বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে ইশরাকের।