আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা পুলিশের সাবেক তিন সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে আদেশ দেন।
সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই তিন জনের বিরুদ্ধেই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এরমধ্যে দুজনের ব্যাপারে নতুন গ্রেফতারি পরোয়ানা এবং একজনের ব্যাপারে আগেই পরোয়ানা ইস্যু হয়েছিল। তাদের সবাইকে আজকে আদালতে হাজির করা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।