জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে গাবতলীতে শীতবস্ত্র বিতরণ


, আপডেট করা হয়েছে : 20-01-2025

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে গাবতলীতে শীতবস্ত্র বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) গাবতলীর কেন্দ্রীয় মসজিদের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ। সভাপতিত্ব করেন গাবতলী পৌর শ্রমিক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল, গাবতলী পৌর বিএনপির সভাপতি মো. কায়দুজ্জোহা টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুরুল্লাহ আকন্দ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন গাবতলী পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আনিছার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, প্রভাষক হামিদুল হক শিলু, কৃষিবিদ নুরুজ্জামান সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং সকলকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান।









  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার