ভালোবাসা দিবসের নাটকে কেয়া পায়েল


, আপডেট করা হয়েছে : 22-01-2025

ভালোবাসা দিবসের নাটকে কেয়া পায়েল

বর্তমানে ছোট পর্দার প্রিয়মুখ অভিনেত্রী কেয়া পায়েল। নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে বছরজুড়েই। যেকোনো উৎসবকে কেন্দ্র করে সেই ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। তাইতো নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষ অভিনেত্রীর মধ্যে রয়েছেন তিনি। সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা। যদিও এখন তিনি অনেক বেছে বেছে অভিনয় করছেন।


ভালোবাসা দিবসের নাটক প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এই কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। সব ধরনের নাটকে এখন আর অভিনয় করছি না। গল্প, স্ক্রিপ্ট, চরিত্র সব ঠিক মনে হলে অভিনয় করি। আমি মনে করি, কাজ কম হোক; কিন্তু ভালো কাজ হওয়াটা জরুরি। এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। এর মধ্যে 'বাজি' আমার কাছে খুবই স্পেশাল। কারণ এর গল্প দুর্দান্ত। বাকি নাটকগুলোও ভালো হয়েছে। আশা করছি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’


এবারের ভালোবাসা দিবসে কেয়ার একাধিক নাটক প্রচারের কথা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য নাটকের নাম বাজি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। পরিচালনা করেছেন তৌফিক। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।


অভিনয়ের পাশাপাশি কেয়া নিজে একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। নিজের পার্লার নিয়েও রয়েছে তার ব্যস্ততা। তিনি মনে করেন, তার ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছে। তিনি এখন 'পার্ল বাই পায়েল' নামে একটি প্রতিষ্ঠানের মালিক। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি তিনি নিয়মিত তার প্রতিষ্ঠানে সময় দেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার