রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের দাফতরিক কাগজপত্রে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 22-01-2025

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের দাফতরিক কাগজপত্রে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো

সাড়ে পাঁচ মাস আগে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। কিন্তু ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীদের অনেকে এখনো শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ‘শেখ হাসিনা’ তোষণে ব্যস্ত। 


এরই ধারাবাহিকতায় রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল দাফতরিক কাগজপত্রে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার অব্যাহত রেখেছেন। লোগোতে লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এ নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। 




কলেজের দাফতরিক বিভিন্ন কাগজপত্র ঘেঁটে ও যাচাই করে দেখা গেছে, অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি, একাধিক ডিজাইন ও সাইজের খামে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল স্বাক্ষরিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন খাতে নির্ধারিত হারে বেতন ও সেশনচার্জ পরিশোধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই শ্লোগান ব্যবহার করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ স্বাক্ষর করেছেন গত ৪ সেপ্টেম্বর। 




কলেজটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ৫ আগস্টের পর এই লোগো সম্বলিত খাম নজরে এসেছে। আমরা ধারণা করছি ৫ আগস্টের পরই খামগুলো ছাপা হয়েছে। বিষয়টি কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া বিজ্ঞপ্তিতেও ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারেপা করেন তারা। 




এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল বলেন, ‘বিষয়টি এ রকম হওয়ার কথা নয়। এ রকম হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।’




তিনি দাবি করেন, ‘গত ৫ আগস্টের পর এই শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার করা হয়নি’। 

গত ৫ আগস্টের পর বিভিন্ন ডিজাইনের একাধিক খামে এবং বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ স্বাক্ষরিত লোগো ব্যবহার করা হয়েছে জানালে অধ্যক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তিনি বলেন, এর রকম হয়ে থাকলে আমি দু:খিত।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার