আফতাবনগর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার


, আপডেট করা হয়েছে : 23-01-2025

আফতাবনগর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক কবীরকে রাজধানীর বাড্ডা থানা এলাকার আফতাবনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার সকালে বাড্ডা থানার ফাঁড়ি ইনচার্জ মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেফতার ইসতিয়াক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীরের ছেলে ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নাতি।


জানা যায়, ৫ আগস্টের পর থেকে তার বাবা মুরাদ কবীর ও ছেলে ইসতিয়াক কবীর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার সকালে আফতাবনগর এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাকে গ্রেফতার করে। 


এর আগে ১৬ জানুয়ারি তার বাবা ও তার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে একাধিক মামলার আসামি হয়েছেন ইসতিয়াক। 


কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, বাড্ডা থানা থেকে তাকে গ্রেফতার করেছে বলে মেসেজ পাঠিয়েছে। আমরা তাকে থানায় নিয়ে আসার ব্যবস্থা করছি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার