জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ ঢাকা ছিনতাই


, আপডেট করা হয়েছে : 24-01-2025

জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ ঢাকা ছিনতাই

রাজধানীর হাজারীবাগ সেকশন বেরিবাঁধে সজল রাজবংশী (৩৭) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।


বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সেকশন বেরিবাঁধ এলাকায় এমন ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জুয়েলারি ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহতের ছোট ভাই জয় রাজবংশী জানান, বড় ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। রাতে দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা নিয়ে তার মোটরসাইকেলে হাজারীবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন। পথে বেরিবাঁধ সেকশন এলাকায় সড়কে অজ্ঞাত ৪ /৫ জন ব্যক্তি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত অবস্থায় রাস্তা গতিরোধ করে আমার ভাইয়ের বাম পায়ে গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক ফারুক বলেন, গুলিবিদ্ধ আহত ব্যবসায়ী ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহত সজল রাজবংশী হাজারীবাগ সেকশন জেলেপাড়া এলাকায় থাকেন। তার বাবার নাম খোকন রাজবংশী।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার