জামিন পেয়েছেন বাগমারার সাবেক এমপি কালাম, জেলগেটে বিএনপি সমর্কদের অবস্থান


, আপডেট করা হয়েছে : 29-01-2025

জামিন পেয়েছেন বাগমারার সাবেক এমপি কালাম, জেলগেটে বিএনপি সমর্কদের অবস্থান

রাজশাহী-৪ আসনের (বাগমারা) সাবেক এমপি আবুল কালাম আজাদ সবকটি মামলা থেকে জামিন পেয়েছেন। ফলে তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই। তবে তাকে জেল থেকে বের হতে বাধা প্রদানের জন্য রাজশাহী কারাগারের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি, যুবদল ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে তারা অবস্থান নেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তি পাচ্ছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। এর পর রাজশাহী বিএনপি যুবদল ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কারাগার সামনে অবস্থান নেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার