আইবিডব্লিউএফ রাজশাহী জেলার পরিচিতি ও সংবর্ধনা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 01-02-2025

আইবিডব্লিউএফ রাজশাহী জেলার  পরিচিতি ও সংবর্ধনা

রাজশাহীতে আইবিডব্লিউএফ জেলা নির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে আইবিডব্লিউএফ রাজশাহী জেলা শাখার নির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


জেলা সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিমের সঞ্চালনায় ও জেলা সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা মোঃ গোলাম মর্তুজা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব সাদ আক্কাস, কোষাধ্যক্ষ হাজী আমজাদ হোসেন, অফিস ও প্রচার সম্পাদক সুফেল রানা, নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, অধ্যাপক সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, কাজী আফজাল হোসেন, মোশাররফ হোসেন, মিঠু আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। 


উল্লেখ্য গত ২২ জানুয়ারি'২০২৫ আইবিডব্লিউএফ রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আগত ব্যবসায়ীদের মধ্য থেকে মোট ২৩ জন ব্যবসায়ী জেলা নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার