এবারের বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’


, আপডেট করা হয়েছে : 01-02-2025

এবারের বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’

আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করবেন।


শুক্রবার (৩১ জানুয়ারি) সরেজমিন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, ধীরে ধীরে সেজে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। হাতুড়ি-পেরেক, আর রং-তুলি নিয়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। কেউ তাকে তাকে সাজাচ্ছেন বই। তবে এখনও শেষ হয়নি অধিকাংশ স্টলের কাজ।


বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টলসংখ্যা। মানসম্পন্ন বইয়ের দিকে দেয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।


আর বিগত কয়েক বছরের তুলনায় বাণিজ্যিক হবে এবারের মেলা–এমনটাই প্রত্যাশা প্রকাশকদের।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার