ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার ইতিহাস


, আপডেট করা হয়েছে : 01-02-2025

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়ার ইতিহাস

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। অ্যাশেজ সিরিজে মেলবোর্ন টেস্টে জয় নিশ্চিত করার মধ্য দিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। এর ফলে নতুন রেকর্ড গড়ল তারা।


ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি অস্ট্রেলিয়া ইনিংস ও ১২২ রানের ব্যবধানে জিতে। অ্যানাবেল সাদারল্যান্ডের দুর্দান্ত ১৬৩ রান ও বেথ মুনির ১০৬ রানের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৪০ রানের শক্তিশালী স্কোর গড়ে।


প্রথম ইনিংসে ২৭০ রানের লিড নেওয়ার পর, অস্ট্রেলিয়ার বোলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মেলবোর্নে অনুষ্ঠিত একমাত্র অ্যাশেজ টেস্ট ইনিংস ও ১২২ রানে জিতে নেয় এবং ১৬-০ ব্যবধানে উইমেনস অ্যাশেজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ নিশ্চিত করে।


অস্ট্রেলিয়ার জয়ে বেশ কিছু ব্যতিক্রমী ব্যক্তিগত পারফরম্যান্স দেখা যায়, যার মধ্যে ছিল আলানা কিংয়ের ক্যারিয়ার সেরা ৯৮ রানে ৯ উইকেট। সাদারল্যান্ডের ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস, মুনির টেস্ট সেঞ্চুরি এবং অ্যাশ গার্ডনারের ৩৯ রানে ৪ উইকেট শিকার। 


বেথ মুনির অনন্য অর্জন


মুনির জন্য এটি ছিল প্রথম টেস্ট শতক। এর ফলে তিনি একমাত্র অস্ট্রেলিয়ান নারী খেলোয়াড় হিসেবে তিন ফরম্যাটেই শতক করার কীর্তি গড়লেন। নারী ক্রিকেটে তিনি চতুর্থ খেলোয়াড় যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। বাকি তিনজন হলেন ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বিউমন্ট এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড।


পুরুষ ও নারী মিলিয়ে তিনি চতুর্থ অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। তার আগে এ তালিকায় ছিলেন শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার।


উইমেন্স টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৪০ রান; যা ছিল উইমেন্স টেস্টে তাদের ষষ্ঠ সর্বোচ্চ স্কোর। এর আগে গত বছর ৯ উইকেটে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা।


১৯৯৮ সালে ৬ উইকেটে ৫৬৯ রান করে ইংল্যান্ড। ১৯৮৪ সালে ৫২৫ রান করে ভারত। ২০২৩ সালে ৪৭৩ রান করে ইংল্যান্ড। 


অ্যাশেজ সিরিজে এই জয়ের ফলে অস্ট্রেলিয়া তাদের অ্যাশেজের হোম সিরিজে অপরাজিত থেকে ১৬ পয়েন্ট অর্জন করে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার