‘আমি কখনো হারি না; হয় জিতি, না হয় শিখি!’


, আপডেট করা হয়েছে : 02-02-2025

‘আমি কখনো হারি না; হয় জিতি, না হয় শিখি!’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে তার লক্ষ্য ছিল দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে এবং আলোচিত কোচ খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়ে তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। তবে প্রথমবারের মতো বিপিএলে দল পরিচালনার অভিজ্ঞতা প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি।  


চলতি বিপিএল থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস। যদিও দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তবুও শাকিব খান পুরো মৌসুম উপভোগ করেছেন। দলের শেষ ম্যাচ দেখতে তিনি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। খেলা শেষে ভক্তদের অটোগ্রাফ দেন, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শকদের ঢাকা ক্যাপিটালসের জার্সি উপহার দেন।  

 

পরবর্তীতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শাকিব খান স্বীকার করেন, বিপিএলে দল কেনা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ ছিল। তিনি লেখেন, 'এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি নতুন চ্যালেঞ্জও ছিল। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু এটি আমাদের প্রথম অভিজ্ঞতা, তাই অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে কাজে লাগবে।'  

 

শাকিব খান ভবিষ্যতে আরও শক্তিশালী দল গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'যারা আমাকে ভালোবাসেন, তারা জানেন—আমি কখনো হারি না; হয় জিতি, না হয় শিখি! তাই আগামীতে আরও প্রস্তুত হয়ে, আরও আগ্রাসী মনোভাব নিয়ে আমরা বিপিএলে ফিরে আসব। আমাদের লক্ষ্য থাকবে শিরোপার জন্য লড়াই করা।'  

 

পোস্টের শেষে শাকিব খান দলের খেলোয়াড়, ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, 'আপনাদের ভালোবাসা, সমর্থন ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন, সবাই মিলে আগামীতে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটিকে বাস্তবে রূপ দিই।' 


শাকিব খানের এই বার্তা তার ভক্ত ও সমর্থকদের নতুন করে আশার আলো দেখিয়েছে। আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে বিপিএলে ফেরার অপেক্ষায় আছেন তিনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার