চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানালেন পন্টিং-শাস্ত্রী


, আপডেট করা হয়েছে : 03-02-2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্টের নাম জানালেন পন্টিং-শাস্ত্রী

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৮ দলের অংশগ্রহণে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে বৈশ্বিক এই আসরের। আসর ঘিরে এখন চলছে দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতার বিশ্লেষণ। কোন দলের হাতে উঠবে শিরোপা। কারা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে; সে সম্পর্কে নিজেদের মত জানাতে শুরু করেছেন সাবেক কিংবদন্তি ও ক্রিকেট বিশ্লেষকরা।


সে তালিকায় এবার যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ও ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট হিসেবে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্টকেই রেখেছেন তারা। তাদের মতে, ভারত ও অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সম্ভাব্য ফাইনালিস্ট।


আইসিসি রিভিউতে পন্টিং ও শাস্ত্রী বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা এবারও কঠিন হবে।’


পন্টিং বলেন, ‘এই মুহূর্তে উভয় দেশের খেলোয়াড়দের মান সম্পর্কে একবার চিন্তা করুন এবং সাম্প্রতিক অতীতে ফিরে তাকান। তাহলে দেখবেন যখন এই ফাইনাল এবং আইসিসি ইভেন্টগুলি এসেছে তখন অস্ট্রেলিয়া এবং ভারত কোথাও না কোথাও ছিল।’


শাস্ত্রী ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালিস্ট হিসাবে রাখছেন। অন্যদিকে পন্টিং বিশ্বাস করেন দারুণ ছন্দে থাকা পাকিস্তান আসরে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।


রিকি পন্টিং বলেন, ‘এই মুহূর্তে অন্য যে দলটি সত্যিই ভালো ক্রিকেট খেলছে সেটি পাকিস্তান। তাদের ওয়ানডে ক্রিকেট দল গত কিছুদিন ধরেই অসাধারণ খেলছে। আমরা জানি বড় টুর্নামেন্টে তারা আনপ্রেডিকটেবল। তবে তাদের দেখে মনে হচ্ছে তারা একটু একটু করে তাদের পরিকল্পনা সাজিয়েছে।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার