বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ


, আপডেট করা হয়েছে : 03-02-2025

বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।


সোমবার (৩ জানুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।


শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ দুই থেকে তিন মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না। অনেকের ওভারটাইমও পরিশোধ করা হয়নি।


কারখানার অপারেটর তাসলিমা আক্তার বলেন, গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না। আমরা কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু কারখানা এখনও আমাদের বেতন পরিশোধ করেনি।


শ্রমিকদের পাওনার বিষয়ে জানতে পোশাক কারখানাটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার