কাতারের প্রত্যাশা: গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমর্থন দেবেন ট্রাম্প


, আপডেট করা হয়েছে : 04-02-2025

কাতারের প্রত্যাশা: গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমর্থন দেবেন ট্রাম্প

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। এছাড়া পরবর্তী শুনানির জন্য আজ ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে গত ২৬ জানুয়ারি তাকে এই মামলায় জামিন দেন আদালত। 


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে গত ২৬ জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওইদিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একইসঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন।


তার আগে গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওইদিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।


মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি ঊর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লিখেন। যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।


কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহা আশা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং বন্দি বিনিময় চুক্তিকে সমর্থন করবেন। আগামীকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।


আল-আনসারি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে স্পষ্ট বার্তা আশা করছি যে, তিনি এই শান্তি আলোচনার পক্ষে এবং পুরো প্রক্রিয়াকে সমর্থন করবেন।


তিনি আরও জানান, যুদ্ধবিরতির ১৬তম দিনে ইসরাইলি প্রতিনিধিদলের দোহায় আসার কথা ছিল, তবে তারা এখনো আসেনি। নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনার পরই হয়তো প্রতিনিধি দল পাঠাবেন।


এদিকে, যুক্তরাষ্ট্রে ইসরাইলের নতুন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার কাতারকে দ্বৈত নীতি অনুসরণের অভিযোগে অভিযুক্ত করেছেন। তার মতে, কাতার একদিকে হামাসকে অর্থায়ন করছে, আবার অন্যদিকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।


তবে আল-আনসারি এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, আমরা এতদিন ধরে অন্যদের সৃষ্টি করা সংকট সামলাচ্ছি। যারা রাজনৈতিক স্বার্থে আমাদের দোষারোপ করছে, তারা নিজেদের দায় এড়াতে চাইছে।


তিনি আরও বলেন, যারা কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা যেন মুক্তি পাওয়া বন্দিদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন।


তিনি উল্লেখ করেন, যেদিন কোনো মা তার সন্তানকে ফিরে পেয়েছেন, সেদিন তিনি কাতারকে ধন্যবাদ জানিয়ে আমাকে বার্তা পাঠিয়েছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার