‘গাজায় শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে’


, আপডেট করা হয়েছে : 04-02-2025

‘গাজায় শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, নিখোঁজ থাকা ১৪ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। খবর পার্স টুডের।  


গাজার মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ রোববার এই পরিসংখ্যান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যাদের সংখ্যা ৪৭ হাজার ৪৮৭ জন। তবে এখনো অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। তাদেরকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।


গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু রয়েছে। এদের মধ্যে নবজাতক ছিল ২১৪ জন। 


গাজার মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরায়েলি বাহিনী ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এবং তাদের মধ্যে কয়েক ডজনকে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করেছে।   


সালামা মারুফের মতে, যুদ্ধকালে ২০ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ২৫বারেরও বেশি স্থানান্তর হতে বাধ্য হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।


মিডিয়া অফিসের প্রধান আরও জানান, ইসরায়েলি আগ্রাসনকালে গাজায় স্বাস্থ্যকর্মী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে। এতে ১ হাজার ১৫৫ জন স্বাস্থ্যকর্মী, ২০৫ জন সাংবাদিক এবং ১৯৪ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।


আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জম গাজার আল-রাশিদ স্ট্রিট থেকে জানিয়েছেন, মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করেছে। শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার