আট বছর পর ফের চলতি মাসে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নসি ট্রফি। এটি এই টুর্নামেন্টের নবম আসর। দীর্ঘদিন পর আবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাওয়ায় এমনি ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে ঝামেলা বাধে টুর্নামেন্টের এবারের আসরের ভেন্যু নিয়ে।
এবারের আয়োজক পাকিস্তান আর সেখানে খেলতে যাবে না বলে আপত্তি জানায় ভারত। সেটা নিয়ে নানান নাটকীয়তার পর সমাধান হয় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত দিয়ে। তাতে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। আর তাদের ম্যাচ গুলোর টিকিট বিক্রি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে!
চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। তার আগে গত সোমবার থেকে এই টুর্নামেন্টের ম্যাচের টিকিট বিক্রির ঘোষণা দেয় আইসিসি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে যায়। আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে, টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের খেলার টিকিট সবার আগে বিক্রি হবে। তবে সেটা তো হয়েছেই পাশাপাশি বাকি দুই ম্যাচের টিকিটও নিমিষেই শেষ হয়ে গিয়েছে। যেখানে একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। অনেক ভক্ত তো টিকিট না পেয়ে নিজেদের হতাশাও প্রকাশ করেছেন।
এদিকে শুধু ভারতের গ্রুপ পর্ব নয়। দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি শেষ। যদিও এখনও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট কাটা যাচ্ছে অনলাইনে।
মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট ১৯ দিন ধরে দুই গ্রুপে ভাগ হয়ে ৮ দলের লড়াই করবে। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এই টুর্নামেন্টের পর্দা নামবে ৯ মার্চ। ভারত নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। আগামী ২০ ফেব্রুয়ারি অনুিষ্ঠিত হবে এই খেলাটি। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের মাঠে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। পরে ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
এদিকে দুবাইয়ে ভারতের ম্যাচের টিকিট না পেয়ে নিজেদের হতাশা প্রকাশ করে আন্তর্জাতিক এক গণমাধ্যমকে এক সমর্থক বলেন, ‘লাইন যে লম্বা হবে, তা বুঝতে পারছিলাম। কিন্তু টিকিট শেষ হয়ে যাবে এত দ্রুত, তা কল্পনাও করিনি! লাইনে দাঁড়িয়ে যখন নিজের জায়গা নিশ্চিত করলাম, তখন দেখি মাত্র দুটি ক্যাটাগরির টিকিট বাকি, যা আমার বাজেটের বাইরে।’ এর আগে এই টুর্নামেন্টের আট আসরের মধ্যে দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। সবশেষ ২০১৩ সালে জিতেছিল শিরোপা। তবে এবারের আসরেও শিরোপার ফেবারিট হিসেবে মানা হচ্ছে ভারতকে। কেননা গেল বছর অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ী তারা এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেরও ফাইনাল খেলেছিলো তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্পের জন্য ঐ আসরে শিরোপা হাত ছাড়া হয়েছে রোহিত-বিরাটদের।