গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩


, আপডেট করা হয়েছে : 06-02-2025

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুসহ নিহত ৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ড ও রাতে গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে ট্রাকের সঙ্গে পরে অন্য একটি ট্রাকের কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রথমিক চিকিৎসা নিয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 


ঘটনার পরেই সড়কের দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ও পুলিশ ঘটনাস্থলে গেলে যান চলাচলা স্বাভাবিক হয়। 


অপরদিকে বুধবার রাতে গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দু’জন গুরুতর আহত হয়।


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতবস্থায় সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 


নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে ওয়ালিদ খান (১৯) ও একই গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৯)। তারা দু'জনেই কাশিয়ানীর রামদিয়া সরকারি এসকে কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুজই মোটরসাইকেলের আরোহী ছিলেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার