কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দীন বাহারের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে ছাত্র জনতা। একই সময়ে মহানগর আওয়ামী লীগ অফিসও ভাঙচুর করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে নগরীর টাউন হল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হানের নেতৃত্বে ছাত্র-জনতার একটি মিছিল কান্দিরপাড় এলাকা প্রদক্ষিণ করে।
পরে তারা মহানগর আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে, সেখানে থাকা বাহারের নামফলক ও ছবি ভাঙচুর করেন। এরপর মধ্যরাতে মিছিল সহকারে বাহারের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তারা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
আবু রায়হান বলেন, শেখ হাসিনার হাতে হাজার ছাত্র জনতার রক্তের দাগ, সে গণহত্যাকারী। তার ফাঁসির দাবিতে আমরা কান্দিরপাড়ে অবস্থান নিয়েছিলাম। খুনি হাসিনার প্রেতাত্মা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে রাখবো না।
তিনি বলেন, ছাত্রলীগের গুন্ডাদের হুঁশিয়ার করে দিচ্ছি। বাড়াবাড়ি করলে পালিয়ে যাওয়ার সুযোগও দেবো না। আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করবো। নতুন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব রাখা হবে না। তাদেরকে পুনর্বাসন হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে খুনি হাসিনার প্রেতাত্মারা। আমরা তাদেরকে প্রতিহত করবো।