বঙ্গবন্ধু টাওয়ারের ১২৩ ফুট উচুঁ থেকে ভাস্কর্য নামিয়ে দেওয়া হলো আগুন


, আপডেট করা হয়েছে : 07-02-2025

বঙ্গবন্ধু টাওয়ারের ১২৩ ফুট উচুঁ থেকে ভাস্কর্য নামিয়ে দেওয়া হলো আগুন

ঝিনাইদহের ১২৩ ফুট উঁচু বঙ্গবন্ধু টাওয়ারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার শমসের নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’ খ্যাত এই টাওয়ারটি ভাঙচুরে অংশ নেয় শত শত মানুষ।



স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র—জনতা মিছিল নিয়ে শমসের নগর এলাকায় পৌঁছায়। এসময় তাদের সঙ্গে যোগ দেয় বিক্ষুব্ধ  এলাকাবাসী।  পরে টাওয়ারে থাকা শেখ মুজিবের মুর‌্যাল ও বিভিন্ন স্থানপায় ভাঙচুর করা হয়। পরে সেগুলো বারবাজার সড়কে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোন মুর‌্যাল, স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোন ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না।


মূলত এই টাওয়ারে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ ফুট এবং ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ পর্যন্ত ২৩ বছরকে ২৩ ফুট ধরা হয়েছে। মোট ১২৩ ফুট উপরে ভাস্কর্যটি স্থাপন করে মূল বিষয়বস্তু হিসেবে বোঝানো হয়েছে। ৮ তলা বিশিষ্ট ১২৩ ফুট উচ্চতায় এই টাওয়ার নির্মাণ করে তার উপরে ভাস্কর্য বসানো হয়।শমসের নগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজে স্থাপন হওয়ায় এ ভাস্কর্যের নাম দেওয়া হয়েছে ‘দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম’।


কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, কালিগঞ্জ বারোবাজার এলাকার শমশের নগরের ১২৩ ফুট উঁচু টাওয়ারটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর থেকে এলাকা শান্ত রয়েছে। ওই ঘটনা ছাড়া আর কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার