দিল্লি বিধানসভা নির্বাচন: ২৭ বছরের ‘বনবাস’ শেষ হচ্ছে বিজেপির?


, আপডেট করা হয়েছে : 08-02-2025

দিল্লি বিধানসভা নির্বাচন: ২৭ বছরের ‘বনবাস’ শেষ হচ্ছে বিজেপির?

ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। খবর বিবিসির। 


বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়।  এখন চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে। ৭০ সদস্যের বিধানসভায় দলটি ৩৫টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছে।


ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে, দিল্লি জয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে পরিচালিত করছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। 


কিন্তু সম্প্রতি দলটি দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে।


জাতীয় স্তরে প্রধান বিরোধী দল কংগ্রেসও প্রতিযোগিতায় রয়েছে, তবে জরিপে তাদের জন্য একটি হতাশাজনক ভবিষ্যদ্বাণী উঠে এসেছে। দলটি ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত হয়। এর ফলে ভোটাররা এএপির দিকে ঝুঁকে পড়েছিল।


তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, বিভিন্ন সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত বুথ ফেরত জরিপ অতীতে প্রায়ই ভুল প্রমাণ হয়েছিল এবং নিরপেক্ষ ছিল না। দিল্লির একটি অনন্য শাসন কাঠামো রয়েছে। জনশৃঙ্খলা, পুলিশ এবং জমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লেফটেন্যান্ট গভর্নরের (এলজি) মাধ্যমে নেওয়া হয় এবং তিনি ফেডারেল সরকার কর্তৃক নিযুক্ত হন। রাজ্য আইনসভা শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবাসহ বিভিন্ন বিষয় পরিচালনা করে।


বিশেষজ্ঞরা বলছেন, এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফল চূড়ান্ত ফলাফল না হলেও এটা দেখা যাচ্ছে, গত বছরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও ভারতীয় ভোটারদের কাছে মোদি এখনও জনপ্রিয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার