গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে হাসনাত ও সারজিস


, আপডেট করা হয়েছে : 08-02-2025

গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে হাসনাত ও সারজিস

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাহিনীর আক্রমণে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।


শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গিয়ে আহতদের খোঁজ খবর নেন তারা। 



শুক্রবার রাতে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলার শিকার হন ছাত্র-জনতা। এতে অন্তত ১৫ জন আহত হন।  আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে মোজাম্মেলের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকার বাড়িতে আক্রমণ করে ও ভাঙচুর করে একটি দল। এ সময় মোজাম্মেল সমর্থকরা পালটা হামলা চালায় তাদের ওপর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করতে গেলে তাদেরকে থামাতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর পালটা হামলা চালানো হয়।


এছাড়া, সকালে আহতদের হাসপাতালে দেখতে যান গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন।


গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার