বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বুধবার সকালে ঢাকার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন এ আদেশ দেন। এছাড়া সাভার থানার আরও ৬ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
এদিকে আশুলিয়া থানার এক হত্যা মামলায় ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এবং আরেক মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঢাকার সিনিয়ক বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল সাড়ে ৯টার দিকে তাদের আদালতে হাজির করা হয়।
এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলা? তাকে আইনজীবী জানান, আশুলিয়া থানার। তখন সালমান এফ রহমান জানতে চান, শ্যোন অ্যারেস্ট? আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। শম্ভুকেও তার আইনজীবীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে নীরব ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ডা. এনামুর রহমানকে দেখতে আসেন তার ছেলে। চোখ এবং হাতের ইশরায় কথা বলেন তারা। পরে তাদের বের করে দেয় পুলিশ।
এরপর গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।