রাশিয়ার সুরে তাল মেলাল উত্তর কোরিয়া


, আপডেট করা হয়েছে : 24-07-2022

রাশিয়ার সুরে তাল মেলাল উত্তর কোরিয়া

ইউক্রেনে হামলা করার পর রাশিয়া দাবি  করে, ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র। তবে গত মার্চ মাসে রাশিয়ার এ দাবি প্রত্যাখান করে জাতিসংঘ। 

এবার রাশিয়ার সেই দাবির সঙ্গে তাল মিলিয়েছে উত্তর কোরিয়া। দেশটি দাবি করছে ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএ জানিয়েছে, কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি তাদের রিপোর্টে বলেছে, যুক্তরাষ্ট্র ১০টি দেশ ও অঞ্চলে জৈব অস্ত্র তৈরি করার ল্যাব স্থাপন করেছে। যার মধ্যে রয়েছে ইউক্রেনও। 

কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের এসব জৈব অস্ত্র তৈরি করার ল্যাবের সন্ধান পেয়েছে রাশিয়া। 

এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করার পর রাশিয়াকে যেসব দেশ সরাসরি সমর্থন দিয়েছে তাদের একটি হলো পারমাণবিক শক্তি সমৃদ্ধ উত্তর কোরিয়া। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও সরাসরি ভেটো দিয়েছে উত্তর কোরিয়া। 

তাছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে যুক্তরাষ্ট্রকেও দায়ী করে এশিয়ার এ দেশটি। তাদের দাবি, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকান্ডের জন্যই রাশিয়া হামলা করতে বাধ্য হয়েছে। 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার