অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু


, আপডেট করা হয়েছে : 15-02-2025

অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আজকের সভার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে।


শনিবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব।


তিনি বলেন, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা বা প্রস্তুতি সভা। আজকের এ প্রোগ্রামে ২৬ দল ও জোটের প্রায় ১০০ জনের মতো রাজনীতিবিদ উপস্থিত আছেন। এরমধ্যে ১০ জন রাজনীতিবিদ কথা বলেছেন। বিএনপি থেকে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


প্রধান উপদেষ্টা তার কথায় বলেছেন অন্তর্বর্তী সরকারের আজকে প্রথম ইনিংস বা অধ্যায় শেষ হয়েছে। আজকের ডায়ালগের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তিনি ২৪ মিনিট বক্তব্য দিয়েছেন। যা ঐতিহাসিক হয়ে থাকবে।


প্রধান উপদেষ্টার প্রতি দেশ ও আন্তর্জাতিক সব বড় দেশের সমর্থন আছে। তারা বলেছেন তোমাদের কী চাই আমরা তোমাদের সঙ্গে আছি। ইউনাইটেড নেশনের প্রতিবেদন এলো এর মাধ্যমে বিশ্ব জানতে পেরেছে কত ভয়াবহ হত্যাযজ্ঞ চলেছে, কে অর্ডার দিয়েছিল এবং কিভাবে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল।



জুলাই অভ্যুত্থানের পর আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছে তাতে দেশ ও বিশ্বের সবার সমর্থন আছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার