একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন


, আপডেট করা হয়েছে : 21-02-2025

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  


বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।  


রাত ১২টায় অধ্যাপক ইউনূস শহিদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকলে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।  


ভাষা শহিদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।  


এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার