ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


, আপডেট করা হয়েছে : 21-02-2025

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নগরীর মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিফাত উল্লাহ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাস থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ পুলিশ ও সহপাঠীদের সহায়তায় উদ্ধার করা হয়।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিহত শিক্ষার্থী সিফাত বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সহপাঠী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, সিফাত বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্ত ছিল। এছাড়া কিছু দিন আগেই তার মা মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’


পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার