জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার ওপেনার


, আপডেট করা হয়েছে : 22-02-2025

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার ওপেনার

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ ওপেনার জাকির হাসান। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। বিপিএল শেষে অনুশীলনেও ফিরেছিলেন। এরই মাঝে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন এই টাইগার ওপেনার। 

সারাহ নুসরাত অদ্রির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জাকির হাসান। তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন। জাতীয় দলের এই সতীর্থের বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে একাধিক ক্রিকেটারকে।

ওপেনার নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুব সস্ত্রীক হাজির হয়েছিলেন বিয়েতে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ ও নাঈম শেখ। আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার