৪৮ ঘণ্টার মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি নেই: ইলন মাস্ক


, আপডেট করা হয়েছে : 23-02-2025

৪৮ ঘণ্টার মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি নেই: ইলন মাস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির ফেডারেল কর্মচারীদের একটি ই-মেইল পাঠিয়েছে। যেখানে তাদের আগের সপ্তাহের কাজের সাফল্য বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার রাতের মধ্যে এই তথ্য না দিলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে জানানো হয়েছে ই-মেইলে। খবর রয়টার্সের


ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয়ার কিছুক্ষণ পরেই এই ই-মেইল পাঠানো হয়। এতে বলা হয়, ই-মেইলের অনুরোধে সাড়া না দেয়ার বিষয়টিকে কর্মচারীর পদত্যাগ হিসেবে দেখা হবে।


এক্স পোস্টে তিনি বলেন, সব ফেডারেল কর্মচারী শিগগিরই একটি ই–মেইল পাবেন। এই ই–মেইলে তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা বোঝার জন্য অনুরোধ থাকবে। ই–মেইলে সাড়া দিতে ব্যর্থ হলে তা পদত্যাগ হিসেবে গণ্য হবে।


ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেয়ার কয়েক ঘণ্টার মাথায় মাস্ক তার পোস্টটি দেন। ট্রাম্প তার পোস্টে বলেন, ২৩ লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও ঢেলে সাজানোর প্রচেষ্টায় ডিওজিইর আরও আক্রমণাত্মক হওয়া উচিত।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার