জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুর করেছিল ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এই হারে টুর্নামেন্ট থেকে অনেকটা ছিটকে গেল পাকিস্তান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় তারা। ধীর গতিতে রান তুলে থাকে পাক ব্যাটাররা।
সৌদ শাকিলের ফিফটির সঙ্গে রিজওয়ান ও খুশদীল শাহর ব্যাটে ভর করে ৪৯ ওভার ৪ বলে ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। ৭৬ বলে ৬২ রান করেন শাকিল। এছাড়া রিজওয়ান ৭৭ বলে ৪৬ ও খুশদীল ৩৯ বলে করেন ৩৮ রান। ভারতের পক্ষে কুলদ্বীপ যাদব নেন ৩টি উইকেট।
২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৩১ রানে ১৫ বলে ২০ রান করে আউট হন অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন শুভমান গিল।
৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। গিল ৫২ বলে ৪৬ রান করে আউট হলেও সাবলীল ব্যাটিংইয়ে ফিফটি তুলে নেন কোহলি। সেইসঙ্গে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১১৪ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ২১৪ রানে ৬৭ বলে ৫৬ রান করে আউট হন আইয়ার। তার বিদায়ের পর দ্রুতই ফিরে যান হার্দিক পান্ডিয়া। ৬ বলে ৮ রান করেন তিনি। তবে সেঞ্চুরি হাঁকিয়ে ৪৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কোহলি। ১১১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।