সেঞ্চুরি নয়, কোহলিকে খুশি করছে অন্য ২ কারণ


, আপডেট করা হয়েছে : 24-02-2025

সেঞ্চুরি নয়, কোহলিকে খুশি করছে অন্য ২ কারণ

বিরাট কোহলিকে নিয়েই কথা হোক—রাগঢাক না রেখেই বলেছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের অধিনায়কের স্তুতি গাওয়ার কারণও বেশ। গতকাল দুবাইয়ে তাদের ধসিয়ে দিয়েছেন, কোহরি হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। প্রতিপক্ষের এমন সাফল্যে অবাক রিজওয়ান। তবে খোদ কোহলি সাধারণভাবেই নিচ্ছেন। তবে ভারতের তারকা খুশি ভিন্ন কারণে।


কি সেই কারণ—ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে তিনটি কারণ শুনিয়েছেন কোহলি। তার মাঝে একটি আবার একটু বেশিই আলাদা। খুশি হওয়ার প্রথম কারণ অবশ্যই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো, অন্যটি দুর্দান্ত সেঞ্চুরি করা এবং তৃতীয়টি হচ্ছে ডে অফ। ৩৬ বর্ষী কোহলিকে বেশি খুশি করছে নির্ভার সময় কাটানো।


ভারত অবশ্য তাদের কাজ অনেকটা করে রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই জয়ে তারা অনেকটা নিশ্চিত করে বসেছে শেষ চার। বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে রোহিত ব্রিগেড। কোহলি খুশি সেই কারণেই, ‘এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে যদি ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে।’


রোহিত-কোহলিদের পরের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২ মার্চ দুবাইয়ে কিউইদের বিপক্ষে লড়াই। তার আগে কোহলিরা সময় পাচ্ছে পাক্কা ছয়দিন। কোহলি সেই ছুটির বিষয়টিকেই সামনে এনেছেন, ‘যখন লক্ষ্য নির্ধারণ করবেন এবং কাজ করে যাবেন, তখন সেটিতে সফল হবেনই। এই কন্ডিশনে দুর্দান্ত শুরু পেয়েছে সবাই। যা সবাইকে সামনের ম্যাচগুলো নিয়ে আশাবাদী করে তুলছে। ৩৬ বছর বয়সে একটা সপ্তাহ ছুটি দুর্দান্ত কিছু। এটা অনেক ক্লান্তি কাটাতে সাহায্য করবে, পরের ম্যাচে ভালো এফোর্ড দেওয়ার শক্তি যোগাবে।’


গতকাল দুবাইয়ে কুলদীপদের ঘূর্ণিতে পাকিস্তান তুলতে পারে ২৪১ রান। ভারত ৬.৩ ওভার হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। কোহলি হাঁকান দুর্দান্ত এক সেঞ্চুরি। শত সেঞ্চুরির পথে থাকা কোহলি এখন নির্ভার। ফর্ম নিয়ে কথা থেমেছে, দলও অনেকটা শেষ চারে নিশ্চিত। ছুটিও পাচ্ছেন কোহলি। আর কি চাই!



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার