ভালো শুরুর পর সাজঘরে তানজিদ তামিম


, আপডেট করা হয়েছে : 24-02-2025

ভালো শুরুর পর সাজঘরে তানজিদ তামিম

চ্যাম্পিয়নস ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছে টাইগাররা। ব্যাট হাতে ভালো শুরু পর আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।


টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। শুরুতে কিছুটা ধুঁকতে থাকেন টাইগার অধিনায়ক। তবে এরপর রানের গতি বাড়াতে থাকেন তিনি।


অন্যদিকে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।


তানজিদ তামিমের বিদায়ের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।    



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার