রাতে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ


, আপডেট করা হয়েছে : 26-02-2025

রাতে আমিরাতের বিপক্ষে নামছে বাংলাদেশ

সাফে চ্যাম্পিয়ন হওয়ার চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ প্রথম প্রীতি ম্যাচ আফঈদাদের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ।


গত চার মাসে দেশের নারী ফুটবলের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, সানজিদা আক্তারসহ সিনিয়র ও জুনিয়র ১৮ জন ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সাফজয়ীদের বিদ্রোহে হইচই পড়ে যায়।


সাবিনারা কোচের অধীনে ক্যাম্প করা থেকে বিরত থাকেন। কোচও ১৮ জনকে না নেওয়ার জন্য অনড় থাকেন। বিদ্রোহীদের ছাড়াই ৩৬ জনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


তরুণদের নিয়ে দল গঠন করে আরব আমিরাতে যান কোচ পিটার। এই প্রথম সিনিয়র দলের নেতৃত্ব দেবেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। মঙ্গলবার সকালে হোটেলে পৌঁছে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন কোচ বাটলার। দ্বিতীয় প্রীতি ম্যাচ রোববার।


প্রথম ম্যাচটি বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ পড়েছে ফিফা উইন্ডোতে। দ্বিতীয়টি সাধারণ প্রীতি ম্যাচ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার