রাজশাহীতে ডাকাতদলের প্রধানসহ গ্রেপ্তার ১০


, আপডেট করা হয়েছে : 26-02-2025

রাজশাহীতে ডাকাতদলের প্রধানসহ গ্রেপ্তার ১০

রাজশাহীতে পৃথক জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এক লিখিত বার্তায় এ তথ্য জানায় র‌্যাব-৫। 


গ্রেপ্তাররা হলেন ডাকাতদলের নেতা মো. আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), তিনি নগরীরর হোসনিগঞ্জ এলাকার বাসিন্দা। তার সহযোগী রাজশাহীর দামকুড়া থানার মো. সম্রাট (৩৮) তাদের গ্রেপ্তার করা হয়েছে।


একই সাথে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন নগরীর আসাম কলনীর মো. শান্ত ইসলাম (২২), মোন্নাফের মোড় এলাকার মো. জিসান হোসেন (২৩), মতিহার থানার কাজলা এলাকার মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচন্ডী কড়ইতলা চন্দ্রিমা থানার মো. শাকিল খান (২৩), নগরীর পাঠানপাড়ার মো. নাইম ইসলাম (২৫), কাঁঠালবাড়িয়া কাশিয়াডাঙ্গা থানার মো. আকাশ হোসেন (২৩), রাজশাহীর চারঘাট থানার মো. সোহাগ আলী (২৮)


এ ছাড়া কিশোর গ্যাং দলের অন্যতম সক্রিয় সদস্য কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর গ্রামের মো. জীবন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে ৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ ১৬৪৫ টাকা, ও ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।


ডাকাত আউয়াল ও তার সহযোগী সম্রাটের নামে আগেও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার