‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি যারা


, আপডেট করা হয়েছে : 28-02-2025

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি যারা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটছে আজ শুক্রবার। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লাখো মানুষ জমায়েত করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।


দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের অনেক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। একসঙ্গে অনেক রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।


দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত মানুষ ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেবেন। ইতোমধ্যেই তাদের নতুন দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।


অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক নেতাদের আমন্ত্রণপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।


প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ


নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায় জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন দলের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম ও সাইফ মোস্তাফিজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।


প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর পর যমুনার বাইরে এসে হান্নান মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। সবাই একসঙ্গে যেন দেশের জন্য কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দেবেন।


খালেদা জিয়াকে আমন্ত্রণ


নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলের বর্ধিত সভাস্থলে আসেন পার্টির তিন সদস্যের প্রতিনিধিদল। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হয়।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এছাড়াও জামায়াত, নাগরিক ঐক্য, সিপিবি, এবিপার্টি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ মোট ২৮টি রাজনৈতিক দলকে তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।


তবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।


অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রগঠনের লক্ষ্যে তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ। বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন। তরুণদের নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। সংক্ষেপে এনসিপি।


নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ আট পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসউদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকবেন ডা. তাসনিম জারা। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এসব তথ্য জানা যায়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার