প্রধানমন্ত্রী নির্বাচিত হলে চীনের প্রতি কঠোর হবেন, জানালেন ঋষি সুনাক


, আপডেট করা হয়েছে : 26-07-2022

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে চীনের প্রতি কঠোর হবেন, জানালেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক চীনকে যুক্তরাজ্যের ও বিশ্বের ‘এক নাম্বার হুমকি’ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এশিয়ার সুপার পাওয়ার চীনের প্রতি তিনি কঠোর হবেন বলেও ঘোষণা দিয়েছেন।

সুনাকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিজ ট্রাসের অভিযোগ—চীন ও রাশিয়ার প্রতি দুর্বল ঋষি সুনাক। লিজ ট্রাসের এমন মন্তব্যের পর ঋষি সুনাক কঠোর ভাষায় বলেন, তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।

ঋষি সুনাকের অভিযোগ, যুক্তরাজ্যের প্রযুক্তি চুরি করছে চীন। ফলে তিনি তাদের প্রতি কঠোর হবেন। যুক্তরাজ্যে চীনের যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো বন্ধ করে দেবেন। ঋষি সুনাক বলেন, চীন রাশিয়ার তেল কিনে ভ্লাদিমির পুতিনকে সহায়তা করছে। চীন তাইওয়ানসহ প্রতিবেশী দেশগুলোকে উত্যক্ত করছে।  চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগেরও সমালোচনা করেন ঋষি সুনাক। তার দাবি, এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ঋণে জর্জরিত করছে চীন।

 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার