রমজান শুধু উপবাস নয় বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও কৃতজ্ঞতার মাস: আজহারি


, আপডেট করা হয়েছে : 03-03-2025

রমজান শুধু উপবাস নয় বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও কৃতজ্ঞতার মাস: আজহারি

পবিত্র রমজানের প্রথম দিন (২ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বিশেষ ইসলামিক আলোচনা সভায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারি। বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ‘রমাদান এন্ড কুরআনিক রিফ্লেকশনস’ শীর্ষক এই সভায় প্রধান বক্তা হিসেবে তিনি ইসলামের শিক্ষা ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।  


কুয়ালালামপুরের কুরুস হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে ড. মিজানুর রহমান আজহারি কুরআনের সূরা আদ-দুহা-এর তাফসির তুলে ধরেন। আলোচনায় তিনি আল্লাহর করুণা, নবিজি (সা.) এর প্রতি ভালোবাসা এবং পথনির্দেশনার বিষয়গুলো ব্যাখ্যা করেন।  


তিনি বলেন, 'রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয়।' তার বক্তব্যে তিনি মুসলমানদের আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব তুলে ধরেন।  


রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য শেষে ড. মিজানুর রহমান আজহারি বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে তিনি বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।  


অনুষ্ঠানে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার কো-অর্ডিনেটর মোহাম্মদ মোরাদ হোসেন সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, সংগঠনটি— প্রবাসে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে। মালয়েশিয়ায় অসুস্থ ও অভাবী বাংলাদেশিদের সহায়তা দেয়। ফিলিস্তিনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতদের সহায়তা করে।  


তিনি বলেন, 'আমরা সবসময় মানবতার সেবায় কাজ করার চেষ্টা করি। সকলের দোয়া চাই, যেন আরও বৃহৎ পরিসরে মানবতার খেদমত করতে পারি।'   


আলোচনা ও দোয়ার পর আয়োজন করা হয় এক বিশেষ ইফতার ও বুফে ডিনার। এতে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন।  


এই আয়োজনে কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ইসলামী শিক্ষার প্রসার ঘটেছে বলে আয়োজকরা মনে করছেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার