সাত দিনের অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি


, আপডেট করা হয়েছে : 11-03-2025

সাত দিনের অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

রমজানে ক্লাস ও পরীক্ষা বিষয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের জন্য অনলাইন শ্রেণি কার্যক্রমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার পর্যন্ত সশরীরে ক্লাস চলবে। পরে ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের ৬ তারিখে উপাচার্যের সভাকক্ষে ডিনস কমিটির এক সভায় রোজার মাসে অনলাইনে ক্লাস নেয়ার এই সিদ্ধান্ত হয়। 


নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন ২০ মার্চের পর ঈদের ছুটি শুরু হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। ঈদের পরে আগামী ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার