প্রযুক্তি খাতে বঞ্চিতদের সুযোগ দেবে সরকার: ফয়েজ তৈয়ব


, আপডেট করা হয়েছে : 12-03-2025

প্রযুক্তি খাতে বঞ্চিতদের সুযোগ দেবে সরকার: ফয়েজ তৈয়ব

তথ্যপ্রযুক্তি খাতে বঞ্চিতদের ব্যবসার সুযোগ করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। একই সঙ্গে, যারা লাইসেন্স নিয়ে শর্ত প্রতিপালন করেননি বা হাতবদল করেছেন, তাদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ফয়েজ আহমদ বলেন, ‘আমরা বিদ্যমান ভুল নীতিকে ভাঙব এবং নতুনদের জন্য সুযোগ তৈরি করব। গত ১৫-১৭ বছর যারা বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য নতুন লাইসেন্স প্রদান নিশ্চিত করা হবে। একইসঙ্গে যারা লাইসেন্স নিয়ে হাতবদল করেছেন, তাদের লাইসেন্স আর নবায়ন করা হবে না।’


ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন নীতি প্রণয়ন করব, যাতে সরকার বা বেসরকারি কেউ ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে। তবে কেউ যদি নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে নির্বাহী আদেশ ব্যবহারের প্রয়োজন হলে তা করব।’


টেলিকম খাতে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের কথাও জানান তিনি। ফয়েজ বলেন, ‘আমরা ইতোমধ্যে আইসিটি খাতের অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছি। টেলিকম খাতেও তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দুর্নীতি ও অনিয়ম দূর করা যায়।’


আলোচনার শুরুতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে গত সরকার একটি দুষ্টচক্র তৈরি করেছিল। এ খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করা দরকার, যাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয় এবং দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়।’ 


তিনি আরও বলেন, ‘এই খাতের রিফর্মে আমাদের রাজনৈতিক সমর্থন থাকবে। কিন্তু কেউ যেন আমলাতন্ত্রকে প্রভাবিত না করেন, যাতে স্বল্পমেয়াদি চিন্তা করে বাধা সৃষ্টি করা না হয়। সংস্কার অবশ্যই করা হবে।’ তথ্যপ্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ এবং প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার