মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


, আপডেট করা হয়েছে : 12-03-2025

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের খবরে ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর ঘটনাস্থলে আরও ইউনিটসহ বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার