‘সুড়ঙ্গ’ জুটির নতুন চমক, প্রকাশ্যে ‘দাগি’র দুর্দান্ত টিজার


, আপডেট করা হয়েছে : 12-03-2025

‘সুড়ঙ্গ’ জুটির নতুন চমক, প্রকাশ্যে ‘দাগি’র দুর্দান্ত টিজার

আবারো বড় একটি চমক নিয়ে হাজির হলেন আফরান নিশো। সুড়ঙ্গ দিয়ে বাজিমাত করার পর এবার ‘দাগি’ রূপের বড় পর্দায় দেখা গেল নিশোকে।


মঙ্গলবার দুপুরে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার ১ মিনিটের টিজার প্রকাশের পরে ব্যাপক মাত্রায় উচ্ছ্বাস দেখা গেছে সিনেমাপ্রেমিদের মাঝে। 


ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে বড় চমক দেখাতে যাচ্ছে সুড়ঙ্গ জুটি নিশো-তমার ‘দাগি’।


প্রকাশিত টিজারে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান। প্রথমে তাকে দেখা যায় লম্বা চুলে, মাঝখানে স্বাভাবিক চেহারায় এবং একেবারে শেষে তিনি হাজির হন ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে। টিজারে আরও দেখা গেছে, অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমকে।


এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। পরিচালক বলেন, ‘দর্শকরা টিজারটি পছন্দ করছেন, যা আমাদের জন্য আনন্দের বিষয়। এটি কেবলমাত্র প্রথম ঝলক, সামনে আরও অনেক চমক অপেক্ষা করছে।’


প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমার কিছু দৃশ্য দেখল, এবং আমরা দারুণ সাড়া পাচ্ছি। তবে প্রকৃত আনন্দ তখনই আসবে, যখন দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখে প্রশংসা করবে।’


এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে প্রচারের দিক থেকে পিছিয়ে আছে ‘দাগি’। এ প্রসঙ্গে প্রযোজক জানান, ‘আমরা আগেও প্রচার করিনি, আবার দেরি করেও করছি না। আমরা শুরু থেকেই পরিকল্পনা করেছিলাম, কখন কোন প্রচারণা চালানো হবে’।


‘সুড়ঙ্গ’-এরপর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন আফরান নিশো। নতুন সিনেমার ঝলক প্রকাশের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার সামান্য ইঙ্গিত দিয়েছে। এই সিনেমার প্রতিটি ফ্রেমেই গভীর অর্থ রয়েছে।’


‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরও অনেকে। সিনেমাটিকে বলা হচ্ছে মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প। নির্মাতার দাবি, এ ধরনের কাহিনি বাংলাদেশের দর্শক আগে কখনো দেখেনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার