পাকিস্তানি পেসারদের সেরা মানতে নারাজ মঈন আলী


, আপডেট করা হয়েছে : 15-03-2025

পাকিস্তানি পেসারদের সেরা মানতে নারাজ মঈন আলী

পাকিস্তানকে বলা হয় পেসারদের স্বর্গোদ্যান। দেশটি এমন এমন পেসারদের উপহার দিয়েছে যারা লম্বা সময় শাসন করেছে বিশ্ব ক্রিকেট। তবে সম্প্রতি পাকিস্তানের একের পর এক আইসিসি ইভেন্টে ব্যর্থ হওয়ার পর দেশটির পেসারদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই প্রশ্ন তুলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীও।


বর্তমান সময়ে পাকিস্তানের পেস ত্রয়ী শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফকে প্রতিভাবান বললেও তাদের সেরা মানতে নারাজ মঈন। বর্তমান সময়ের সেরা পেসার কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মঈনের।


মঈন বলেন, ‘বিশেষ করে পাকিস্তানি পটভূমির লোকেদের মধ্যে এই ধারণা রয়েছে যে পাকিস্তানে সেরা পেসার রয়েছে। আমি বলি, না। তারা ভালো, কিন্তু তারা সেরা নয়।’


মঈন আরও বলেন, ‘নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং হারিস রউফ খুব ভালো। আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি না যে তারা খারাপ, তবে তারা সেরাও নয়।’


অবশ্য কেবল যে এই প্রশ্ন মঈন তুলেছেন তা নয়। সম্প্রতি ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পর এই পেস ত্রয়ীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসাররাও। যে কারণে আগামী বিশ্বকাপের কথা চিন্তা করে এখনও নতুনদের সুযোগ দেওয়ার কথা বলছেন তারা।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার