ইউক্রেনকে হারিয়ে সোনা জয় বাংলাদেশের


, আপডেট করা হয়েছে : 15-03-2025

ইউক্রেনকে হারিয়ে সোনা জয় বাংলাদেশের

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসে ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা।  


ইতালির তুরিনে বসা উইন্টার গেমসের আসরে শনিবার (১৫ মার্চ) মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা।


ফাইনালে গোল করেছেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।


বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার