রাবি অধ্যাপক জাকারিয়ার উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ


, আপডেট করা হয়েছে : 27-07-2022

রাবি অধ্যাপক জাকারিয়ার উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়ার উপ-উপাচার্য পদের মেয়াদ শেষ।  মঙ্গলবার চার বছর মেয়াদে নিয়োগের শেষ কার্যদিবস ছিল তার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৩ (সংশোধিত)-এর অধ্যাদেশ-১৩ এর ১ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে একাডেমিক ও প্রশাসনিক দুভাগে ভাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রথমবারের মতো দুজন উপ-উপাচার্য নিয়োগ দেন। এর মধ্যে একাডেমিক কার্যক্রম দেখাশোনার জন্য প্রথম উপ-উপাচার্য হিসেবে নতুন করে নিয়োগ পান অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। তবে প্রশাসনিক কার্যক্রমে নিয়োগ প্রাপ্ত বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার মেয়াদ শেষ হয়েছে আজ।

অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বুধবার রসায়ন বিভাগে অধ্যাপক হিসেবে তার পূর্বের দায়িত্বে যোগ দিবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার