রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু, আসন প্রতি লড়বেন ৬৮ জন ভর্তিচ্ছু


, আপডেট করা হয়েছে : 27-07-2022

রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু, আসন প্রতি লড়বেন ৬৮ জন ভর্তিচ্ছু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটের মধ্য দিয়ে এবারের রাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শেষ হবে। এই ইউনিটে মোট আসনসংখ্যা ৫৬০টি। ভর্তিচ্ছু সংখ্যা মোট ৩৮ হাজার ৬২১ জন। আসন প্রতি লড়বেন ৬৮ জন।

বুধবার (২৭ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। এই শিফটে লড়বেন ১৭ হাজার ৭৭১ জন ভর্তিচ্ছু। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, মোট তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়েছে। এরপর বেলা ১১টা থেকে ১২টা দ্বিতীয় শিফট এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম জানান, রাবির ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে আসন রয়েছে ১১০টি, ম্যানেজমেন্ট স্ট্যাডিজে ১০০টি। এছাড়াও মার্কেটিং বিভাগে ১১০টি , ফাইন্যান্সে ১০০টি, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগে ৬০টি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৩০টি এবং আইবিএ-তে ৫০টি আসন রয়েছে। সর্বমোট আসন সংখ্যা ৫৬০টি। এই ইউনিটে পরীক্ষা দেবেন বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিষয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। নেই কোনো লিখিত পরীক্ষা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার