এরশাদের জন্মদিন আজ


, আপডেট করা হয়েছে : 20-03-2025

এরশাদের জন্মদিন আজ

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের জন্মদিন আজ। তার ৯৬তম জন্মদিন উপলক্ষ্যে জাপার পক্ষ থেকে কুরআনখানি ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 


১৯৩০ সালের ২০ মার্চ ভারতের কুচবিহারের দিনহাটিতে জন্মগ্রহণ করেন এরশাদ। ২০১৯ সালের ১৪ জুলাই তিনি মৃত্যুবরণ করেন ।



এরশাদের জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাপার নেতারা। কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে কুরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হবে। 


রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনেও আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার