ইউক্রেনে পাকিস্তানের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান রুশ রাষ্ট্রদূতের


, আপডেট করা হয়েছে : 26-03-2025

ইউক্রেনে পাকিস্তানের অস্ত্র সরবরাহের অভিযোগ প্রত্যাখ্যান রুশ রাষ্ট্রদূতের

পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলবার্ট পি. খোরেভ ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।  


দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর পেশোয়ার কার্যালয়ে এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আমরা ইউক্রেন-রাশিয়া সংঘাতে পাকিস্তানের অস্ত্র সরবরাহের কোনো প্রমাণ পাইনি। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।’  


আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গে খোরেভ স্বীকার করেন, আফগানিস্তানের জঙ্গিবিরোধী কার্যক্রমগুলো পর্যাপ্ত নয়। তবে তিনি এর জন্য দেশটির অর্থনৈতিক সংকট ও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেন।  


তিনি আরও বলেন, রাশিয়া ও আঞ্চলিক নিরাপত্তার জন্য আইএসআইএস সবচেয়ে বড় হুমকি। মস্কো সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে চতুষ্টয় কাঠামোর আওতায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।  


খোরেভ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে রাশিয়ার সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা (সিএসটিও)-এর অধীনে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার কথাও তুলে ধরেন। তিনি পাকিস্তান, আফগানিস্তান ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে মস্কোর অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার