প্রধান উপদেষ্টাকে ডি. লিট ডিগ্রি প্রদান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের


, আপডেট করা হয়েছে : 29-03-2025

প্রধান উপদেষ্টাকে ডি. লিট ডিগ্রি প্রদান চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।


শনিবার (২৯ মার্চ) সকালে এ ডিগ্রি প্রদান করা হয়।


চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেই অনুষ্ঠানে বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস। 


অধ্যাপক ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।


চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার